বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কসহ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

এ.এ.এম হৃদয় | ২২:৩০, ডিসেম্বর ০১ ২০২৫ মিনিট

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের  আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্যসচিব টিপু খানের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে  বিএনপি ও ছাত্রদলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশের পত্র ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল  জেলা শাখার অধীনস্থ বানারীপাড়া উপজেলার  ছাত্রদলের  আহ্বায়ক রুবেল হোসেন হাওলাদারের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার আহবায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা নেই। একই পত্রে উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় । ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বানারীপাড়ার ছাত্রদলের এ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারী ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিস্কৃত হলেও তারা দলীয় কার্যক্রমে  ব্যাপক সরব ছিলেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পরে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হল।