৮ দাবিতে বরিশালে নার্সদের অবস্থান ধর্মঘট

নিজেস্ব প্রতিবেদক | ২২:২৩, নভেম্বর ২৬ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) নেতৃবৃন্দ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশালের জেলা শাখার সভাপতি আলী আজগর, সহসভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তার, ড. শাম্মির আহম্মেদসহ বরিশাল নার্সিং কলেজ ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সেবক-সেবিকা। নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পর গেল দু-দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আর দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। যার মধ্যে ২৭ নভেম্বর দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। তারা আরো বলেন, ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।