ভোলায় ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটকে দিল শিবির

এ.এ.এম হৃদয় | ২২:০৬, নভেম্বর ২৬ ২০২৫ মিনিট

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে ভোলা থেকে এলপিজি পদ্ধতিতে গ্যাস নেওয়ার সময় ইন্ট্রাকোর তিনটি গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটক করেছে ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে তারা এসব কাভার্ডভ্যান আটক করেন। ছাত্রশিবির নেতাকর্মীরা জানান, গত শনিবার (২২ নভেম্বর) ভোলা শহরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সেই আল্টিমেটাম শেষ হওয়ার পর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারি বাজারে অবস্থিত ইন্ট্রাকো রিফুয়েলিং গ্যাস স্টেশন থেকে কাভার্ডভ্যানগুলোতে গ্যাস ভরে ইলিশা ফেরিঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার সময় তারা গাড়িগুলো আটক করেন। এ বিষয়ে রাত সাড়ে ১১টার দিকে ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবি পূরণে আমরা সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। সময়সীমা পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই দাবি আদায়ের লক্ষ্যে ভোলা থেকে গ্যাস নেওয়ার সময় ইন্ট্রাকোর গ্যাসভর্তি তিনটি গাড়ি আমরা আটক করেছি। ভোলা থেকে আর গ্যাস নিতে দেব না, এ বিষয়ে কোনো আপস হবে না। এটাই আমাদের শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত। এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সাধারণ সম্পাদক হাছনাইন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব ইসলাম বলেন, বিষয়টি কেউ তাদেরকে জানায়নি।