মঠবাড়িয়ায় টমটম উল্টে শ্রমিক নিহত, আহত ২

নিজেস্ব প্রতিবেদক | ২২:৩৫, নভেম্বর ২৩ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় গাছের গুড়ি বোঝাই টমটম উল্টে মো. চাঁন খাঁ (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় সাগর খাঁ ও আলামীন হোসেন নামে অপর দুই শ্রমিক আহত হন। শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মূখ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ৩ সন্তানের জনক শ্রমিক চাঁন খা উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের বাসিন্দা। থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ শ্রমিক মিলে গাছ কেটে টমটম বোঝাই করে উপজেলা সদরে ফিরছিলেন। আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে টমটম উল্টে গেলে ৩ শ্রমিক গাছ চাপা পড়েন। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত শ্রমিক চাঁন খাঁর লাশ উদ্ধার করে। এসময় আহত অপর আহত দুই শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারের কোনও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।