নিজস্ব প্রতিবেদক।। বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু (১০) নামে পঞ্চম শ্রেনীর এক ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ ছাত্রী নিপু সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে। শনিবার ২৩ মে দুপুর ২টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচে মোল্লা বাড়ি সড়ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে ওই ছাত্রী। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয় সে। নিপু’র মামা শহিদুল সিকদার জানান, কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নিপু। এরপর থেকে আমরা খোজাখুজি করেও কোনো সন্ধান পাইনি। এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।