বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

এ.এ.এম হৃদয় | ২১:৫৯, নভেম্বর ২৩ ২০২৫ মিনিট

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে। মারা যাওয়া খালেদা বেগম (৫০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা ছিলেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২,১২৬ জন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৯ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০১৭ জন। বিভাগজুড়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। সেখানে সরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন ১৫ জন। জেলায় মোট ভর্তি হয়েছিলেন ৯,৩৩৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯,২৮৩ জন। এছাড়া পটুয়াখালীতে তিনজন এবং ভোলা ও পিরোজপুর জেলায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।