বরগুনায় শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
এ.এ.এম হৃদয়|২৩:১৭, নভেম্বর ২১ ২০২৫ মিনিট
বরগুনার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই শিক্ষার্থীর নাম মুনতাহা নুহা। সে পঞ্চম শ্রেণিতে পড়ে।
এ ঘটনায় শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি রবিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, শিক্ষক আফরোজা জাহান দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে অকারণে গালাগাল ও নির্যাতন করে আসছেন। গত ১৯ নভেম্বর মডেল টেস্ট পরীক্ষার দিন হলে ঢোকার আগে শিক্ষার্থী নুহাকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
শিক্ষার্থী মুনতাহা নুহা বলেন, শিক্ষিকা আফরোজা আপা প্রায়ই আমাকে গালাগাল করেন। মারতে উদ্যত হন। পরীক্ষার দিন হলে ঢোকার আগে গালাগাল করায় আমি সঠিকভাবে পরীক্ষা দিতে পারিনি।
শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ বলেন, বিদ্যালয়ে ভর্তির পর থেকেই আফরোজা ম্যাডাম আমার মেয়েকে মানসিকভাবে কষ্ট দিয়ে আসছেন। গত বুধবারও পরীক্ষা শুরুর আগে আমার মেয়েকে ভয় দেখান। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওই শিক্ষিকার শাস্তি দাবি করছি।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আফরোজা জাহান বলেন, আমার মেয়ে আর ওই মেয়ে একই শ্রেণিতে পড়ে। মডেল টেস্টের সময় আমার মেয়েকে সে বিরক্ত করছিল। তাই তাকে নিষেধ করেছিলাম।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশ বলেন, তদন্তের দায়িত্ব পেয়েছি। তদন্ত শেষ করে যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা সফিউল আলম বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।