ভোলায় প্রেমের ফাঁদে ফেলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
দেশ জনপদ ডেস্ক|১৯:৪৩, নভেম্বর ২১ ২০২৫ মিনিট
ভোলার চরফ্যাশনে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. আনচার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ছাত্রীর বাবার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।
গ্রেপ্তার আনচার উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের পাশের বাসিন্দা আব্দুল আজিজ বেপারীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, স্কুলে যাওয়ার পথে কথা বলার একপর্যায়ে ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলে আনচার। এরপর বুধবার রাত ৮টার দিকে ছাত্রীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আনচারকে আটক করে। পরে গতকাল সকাল ৯টার দিকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় গতকাল দুপুরে স্থানীয় মাদ্রাসা মাঠে অভিযুক্ত আনচারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আনচার আগেও ২০২১ সালে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করেছিল। পরে আনচারের সঙ্গে বিয়ে না হওয়ায় কিশোরী বিষ পানে আত্মহত্যা করে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। আসামি আনচারকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হবে।