পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। একই মোটরসাইকেলের আরেক আরোহী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে লেবুখালী–দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুবায়ের মারা যান। এতে মোটরসাইকেলের পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর জখম হন।
নিহত জুবায়েরের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়। তাঁর বাবা আবুল কালাম বিশ্বাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করার সুবাদে পরিবারের সদস্যরা দুমকিতে বসবাস করেন। দুর্ঘটনার পর স্বজনরা জুবায়েরের লাশ বাড়িতে নিয়ে যান।
আহত জিহাদকে স্থানীয়রা উদ্ধার করে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
খবর পেয়ে দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছেন।
দুর্ঘটনা নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।