নাফাখুমে ভ্রমণে গিয়ে নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার
দেশ জনপদ ডেস্ক|১৭:৫২, নভেম্বর ১৭ ২০২৫ মিনিট
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুমে এসে ঝর্ণা নেমে নিখোঁজ হন মো. ইকবাল হোসেন (২৪)। গত শুক্রবার সন্ধ্যায় নাফাখুম ঝর্ণা নেমে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর রোববার বিকেলে পর্যটক ইকবালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে, ইকবাল হোসেন গত শুক্রবার ১৪ নভেম্বর ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটকের দলের সঙ্গে ভ্রমণে যান। থানচি উপজেলা ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে চট্টগ্রাম হতে অভিজ্ঞ ডুবুরি দল নাফাখুমের সম্ভাব্য জায়গায় কয়েক ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালিয়েছেন। বিকেল ৪টার দিকে ঝর্ণার পানির নিচে একটি গুহার মধ্যে আটক অবস্থায় ইকবাল হোসেনের মরদেহ খুঁজে পান তারা।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল ফয়সাল বলেন, নিখোঁজ পর্যটক ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে নৌকায় উপজেলা সদরে নিয়ে আশা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পর্যটক ভ্রমণ উপজেলা প্রশাসনের দাপ্তরিক নিয়ম অমান্য করা। কোনো কিছু না জানিয়ে ১৭ জন তরুণ নাফাখুম ঝর্ণায় গিয়েছিলেন। তিনি ভ্রমণের ক্ষেত্রে আগত সব পর্যটকদের আইন মানার প্রতি আহ্বান জানান।