জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ১০০তম সভার সুপারিশের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুই ব্যক্তির মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৩ নভেম্বর উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিভাগের মোট ২৮ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে।
তার মধ্যে বাবুগঞ্জের দুইজন হলেন- রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের মো. আব্দুল মালেক খান (সেনাবাহিনী গেজেট নং ২৩৭৯) এবং চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের মো. রফিজ উদ্দিন মোল্লা (বেসামরিক গেজেট নং ১৮৫৪)।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, সেনাবাহিনী গেজেট নং ২৩৭৯ এবং বেসামরিক গেজেট নং ১৮৫৪ এ তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই ও পুনর্মূল্যায়নের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট তালিকাভুক্ত ব্যক্তিদের গেজেট বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।