ব্যতিক্রম ‘৮৪ ইভেন্ট গ্রুপ’, দরিদ্র পরিবারে নারীদের মর্যাদা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক | ২২:১৬, নভেম্বর ১৬ ২০২৫ মিনিট

আবারও ব্যতিক্রমী পদক্ষেপ রাখল ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। অসম্ভব মেধাবীদের এই গ্রুপটি এবার বরিশালের অন্তত তিনটি পরিবারকে দৈনিক আয়ের একটি পথ বাতলে দিয়েছে। প্রতিটি পরিবারের পুরুষের হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়। তবে পরিবারে নারীর গুরুত্ব বাড়িয়ে তুলতে রিকশাগুলোর কাগজপত্র তাদের নামে বরাদ্দ দিয়েছে, যা বিশেষ কৌশল হিসেবে দেখা হচ্ছে। রোববার বরিশালের জেলা প্রশাসক মোহম্মদ দেলোয়ার হোসেন তার কার্যালয়ের সম্মুখে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ মেম্বরদের উপস্থিতি রিকশা তিনটি বিতরণ করেন। অর্থ উপার্জনের বাহন পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যরা আত্মহারা হয়ে পড়েন এবং সহযোগিতাকারী গ্রুপের প্রশংসা করেন। গ্রুপের একাধিক সদস্য জানান, মানবসেবার লক্ষে ২০২১ সালে ৫২ সদস্য নিয়ে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ পথচলা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রত্যেকে প্রতিমাসে ব্যক্তিগতভাবে নির্ধারিত অর্থ দিয়ে থাকেন। এবং টাকা একত্রিত করে সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়। অতীতে এই অর্থে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হলেও এবার পরিবারের নারী সদস্যদের নামে রিকশা বরাদ্দ দেওয়া হয়। তাদের পক্ষে স্বামী রিকশাটি গ্রহণ করলেও তার মালিকানা নারীর নামেই থাকছে। স্ত্রীর নামে রিকশা বরাদ্দ দিয়ে তা শুধু স্বামীকে পরিচালনার অনুমতি দেওয়া এক ধরনের কৌশল বলে মনে করছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। তাদের ভাষায়, অসহায়-দরিদ্র পরিবারগুলোতে নারীদের কদর খুম কম হয়। বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সের পরে তারা অবহেলার শিকার হন। এই অবহেলিত নারীদের তার পরিবারে গুরুত্ব বাড়িয়ে তুলতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ এবার ব্যতিক্রমী উদ্যোগ নেয়, যার অংশ হিসেবে স্বামীদের হাতে রিকশা তুলে দেওয়া হলেও কাগজপত্রে মালিকানা দেওয়া হয় স্ত্রীকে। আলোচিত ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র আহ্বায়ক সাজ্জাদ পারভেজ বলেন, অতীতে তাদের গ্রুপের পক্ষ থেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করলেও এবার তাদের উদ্যোগ ব্যতিক্রম ছিল। বরিশাল শহরের তিনটি অসহায় পরিবারকে খুঁজে বের করে তাদের একটি আয়ের পথ করে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের পুরুষ রিকশা চালিয়ে দৈনিক উপার্জনের সুযোগ রয়েছে। রিকশাগুলো তাদের নামে বরাদ্দ না দিয়ে স্ত্রীদের দেওয়া হয়, এতে নারীর প্রতি অবহেলাও হ্রাস পাবে। ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র এই উদ্যোগ বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকেও মুগ্ধ করেছে। উপকারভোগীদের মাঝে রিকশা বিতরণকালে তিনি গ্রুপটি উত্তরোত্তর সাফল্যসহ কলবর বৃদ্ধি কামনা করেন।’