বাংলাদেশ পুলিশ আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন ইউনিফর্ম পরিধান শুরু করেছে। তবে এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এই পরিবর্তন কার্যকর হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশেষ কিছু ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাচ্ছেন। ধাপে ধাপে বাহিনীর অন্যান্য সদস্যদের মধ্যেও নতুন ইউনিফর্ম বিতরণ করা হবে।
নতুন এই ইউনিফর্মে গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে লোহার রং। রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এই নতুন পোশাক পরিধান করবেন।
উল্লেখ্য, গত জুলাই মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। তখন থেকেই বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পরবর্তীতে সরকার নতুন এই পোশাক অনুমোদন করে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, পুরো বাহিনীতে নতুন ইউনিফর্ম বিতরণ করতে কিছুটা সময় লাগবে। পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্য নতুন এই ইউনিফর্ম পাবেন।