বরিশাল যাচ্ছিল ঈগল পরিবহন: ভ্যান বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

এ.এ.এম হৃদয় | ১৯:৪৪, নভেম্বর ১৪ ২০২৫ মিনিট

মাদারীপুরে একটি অটোভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে বাসের সুপারভাইজার নুরুজ্জামান (৪৫) ও হেল্পার মারুফ (২৪) নিহত হয়েছে।। এ ঘটনায় গুরুতরসহ আহয় হয়েছে আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার কালকিনি উপজেলার ভূরঘাটা কুন্ডুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার মারুফ নিহত হন এবং সুপারভাইজার নুরুজ্জামানকে গুরুতর আহত হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কুন্ডুবাড়ি এলাকায় আসলে একটি অটোভ্যান বাসের সামনে এসে পড়ে। ভ্যানটিকে বাচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় বাসের সামনের অংশের চাপা পড়ে আটকে থাকে সুপার ভাইজার। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নেয়। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানায় স্থানীয়রা। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাস দুর্ঘটনায় একজন পুরুষ ব্যক্তি নিহত হয়েছে। তবে এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাটি এক পাসে হওয়ায় যানবাহন চলাচলে বেশি সমস্যা হয় নাই, বর্তমানে স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।