চোর সন্দেহে ১৬ ঘণ্টা আটকে কিশোরকে পিটিয়ে হত্যা, নারী গ্রেপ্তার

দেশ জনপদ ডেস্ক | ২০:৫৩, নভেম্বর ১৩ ২০২৫ মিনিট

রাজধানীর যাত্রাবাড়ী থানার উলন এলাকায় চোর সন্দেহে প্রায় ১৬ ঘণ্টা আটকে রেখে মোহাম্মদ বাপ্পি (১৭) নামে এক কিশোরকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ফৌজিয়া আক্তার প্রীতি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত বাপ্পির বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া গ্রামে। তিনি ওই এলাকার মো. শাহজাহানের ছেলে ছিল। বর্তমানে শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকার বাসিন্দা। নিহতের বড় ভাই পারভেজ জানান, আমার মা ও ছোট ভাই একটি কারখানায় শ্রমিকের কাজ করে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদক ব্যবসায়ী কাপসি রাসেল, মোল্লা শুভ ও ময়না সাকিব বাসায় এসে আমার ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। পরে তাকে গাড়িতে কাজ করাবে বলে বাসা থেকে নিয়ে যায়। ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে আবার আমাদের বাসায় নিয়ে আসে এবং জানায়— আমার ছোট ভাই বাপ্পি এক নারীর চল্লিশ হাজার টাকা মূল্যের বিদ্যুতের কার্ড জানালার পাশ থেকে চুরি করেছে। ভোরবেলা তারা বাসার সব জায়গা তল্লাশি করে এবং আমার মায়ের সামনেও তাকে মারধর করে। ‘এরপর তারা আমার ভাইকে আবার বাসা থেকে নিয়ে যায়। মা তাদের অনুরোধ করে বলে, আমার ছেলে যদি চুরি করে থাকে তাহলে তাকে পুলিশে দিয়ে দাও। কিন্তু তারা আমার মায়ের কথায় কর্ণপাত না করে তাকে আবার ফৌজিয়া আক্তার প্রীতির বাসায় নিয়ে আটকে রেখে মারধর করে।’