জন্ম নিবন্ধনের আগে মৃত্যুর সনদ পেল শিশু ইউসুফ

এ.এ.এম হৃদয় | ২২:৩৩, নভেম্বর ১২ ২০২৫ মিনিট

বরিশালের মেহেন্দিগঞ্জে জন্ম নিবন্ধন করতে এসে নছিমনের চাঁপায় ইউসুফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার কালিকাপুর খেজুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার আলীগঞ্জ এলাকার মো. মনিরের ছেলে। পরিবারের সঙ্গে ঢাকায় থাকলেও জন্ম নিবন্ধনের জন্য মা’কে সঙ্গে নিয়ে নানা বাড়ি কালিকাপুরে এসেছিল সে। মেহেন্দিগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম জানান, সকালে ইউসুফ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি নছিমন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, শিশুর মরদেহ থানায় রাখা হয়েছে। বাবা ঢাকায় থেকে আসছেন। এ ঘটনায় নছিমন ও চালককে আটকের চেষ্টা চলছে।