ছেলের অত্যাচারে মৃত্যুর অপেক্ষায় ক্যান্সার আক্রান্ত বাবা

নিজেস্ব প্রতিবেদক | ১৯:০০, নভেম্বর ১১ ২০২৫ মিনিট

ভোলার লালমোহনে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বড় মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এক ক্যান্সার আক্রান্ত অসহায় বাবা। চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। জানা যায়, উপজেলার নয়ানী গ্রামের আবুল কাশেম দীর্ঘ সতের বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটান। প্রবাসে অসুস্থ হয়ে পড়লে দেশে ফিরে আসেন তিনি। দেশে এসে চিকিৎসা করাতে গেলে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে এই ব্যয়বহুল রোগের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েন। এরই মধ্যে একমাত্র ছেলে মো. রাশেদের সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন কাশেম। অভিযোগ রয়েছে, ছেলে রাশেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় জিডি করেন বাবা-মা। স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। অসুস্থ আবুল কাশেম জানান, চিকিৎসার খরচ জোগাতে নিজের জমি বিক্রি করতে চাইলে ছেলে রাশেদ তাতে বাধা দেন। এমনকি জমি কিনতে আসা ক্রেতাদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তার। এ কারণে কেউ জমি কিনতে আগ্রহ দেখাচ্ছে না। আবুল কাশেমের স্ত্রী বিলকিস বেগম জানান, ছেলে রাশেদ প্রায়ই তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা বড় মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে সেখানেও বোন জামাইকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে রাশেদ। বর্তমানে আবুল কাশেম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের বিষয়ে মো. রাশেদ বলেন, “বাবা-মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তারা মিথ্যা অভিযোগ করেছেন। বাবা অসুস্থ, তবে ক্যান্সারে আক্রান্ত তা আজই জানতে পারলাম। আর জমি বিক্রির বিষয়ে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।” এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অসুস্থ আবুল কাশেমের চিকিৎসায় সহযোগিতার দাবি জানিয়েছেন।