ব্রুনেই যাওয়া হলো না রাজীবের, বিদ্যুৎস্পর্শে গেল প্রাণ

এ.এ.এম হৃদয় | ২০:৫১, নভেম্বর ০৯ ২০২৫ মিনিট

মাত্র তিন মাস আগে ব্রুনেই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেন (৩২)। আগামী ১৮ নভেম্বর তার ব্রুনেই পাড়ি জমানোর কথা ছিল। তবে আজ রবিবার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেন তিনি। মৃত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে। স্থানীয়রা জানান, শখের বশে মাছ ধরার জন্য আজ রবিবার সকালে মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, তারা বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।