সময় স্বল্পতার কারণে বিপিএল থেকে আমি ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করেছি : মিজানুর রহমানের পোষ্ট
এ.এ.এম হৃদয়|২০:৪৭, নভেম্বর ০৯ ২০২৫ মিনিট
টানা দুইবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে শিরোপা জেতা ফরচুন বরিশাল নেই আসন্ন আসরে। তাদের ছাড়াই হবে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এ লিগ।
তবে বরিশাল না থাকায় হতাশ সমর্থকরা। বিপিএলে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের লড়াই মানেই ছিল বাড়তি উত্তেজনা। যা এবার মিস করবেন দর্শকরা। বিপিএলে নামীদামি তারকা দলে ভেড়াতে সিদ্ধহস্ত বরিশাল। তবে এবার তাদের না থাকা বিপিএলের কিছুটা হলেও রং হারাবে।
সময় স্বল্পতার কারণে আসন্ন আসরে খেলার আগ্রহ প্রকাশ করেনি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
বিপিএলে না থাকার কারণ জানিয়েছে তারা। ফরচুন বরিশালের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিওতে মিজানুর রহমান বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ২০২৬ সালে যে বিপিএল হবে তাতে আমরা অংশ নিচ্ছি না। সময়ের কারণে- এক মাসের মধ্যে বিপিএল করা আমাদের পক্ষে সম্ভব না, হয়তো বিসিবির পক্ষে সম্ভব। সে কারণে নাম প্রত্যাহার করে নিতে আমি বাধ্য হয়েছি।
তবে পরের বিপিএলে থাকার আশা প্রকাশ করেছেন মিজানুর রহমান। সেই সাথে আসন্ন বিপিএলের সাফল্যও কামনা করেছেন এ ক্রিকেট সংগঠক।
মিজানুর রহমান বলেন, ‘আমি আশা করি, পরের বছরে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। শক্তভাবে, এখন যেভাবে আছি সেভাবে। আমি আশা করছি, এই বিপিএলটা যেনো বিসিবি অত্যন্ত সুন্দরভাবে করতে পারে।