আড়িয়াল খাঁ নদীতে তিন কেজির ইলিশ

নিজেস্ব প্রতিবেদক | ১৫:২৮, নভেম্বর ০৭ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিশারীকাঠী গ্রামের আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয় জেলে সোহেল মোল্লার জালে ওঠে বিরল এই বড় ইলিশটি। পরে মাছটি পালোয়ান মৎস্য আড়তে নিয়ে আসা হলে আড়তের মালিক মনির পালোয়ান ১০ হাজার ৭০০ টাকায় কিনে নেন। মাছটি দেখতে আড়তে ভিড় করেন কৌতূহলী অনেক মানুষ। বরিশালের নদীতে এমন আকারের ইলিশ সচরাচর দেখা যায় না বলে জানান আড়তের মালিক মনির পালোয়ান। তিনি বলেন, “নদীর ইলিশ সাধারণত এক থেকে দেড় কেজির মধ্যে থাকে। তিন কেজির ইলিশ পাওয়া খুব বিরল ঘটনা।” মনির পালোয়ান আরও বলেন, জাটকা নিধন রোধে সরকারের কঠোর নজরদারি, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণ, অবৈধ জাল অপসারণ, অভয়াশ্রম বৃদ্ধি—এসব পদক্ষেপের কারণে বড় ইলিশ এখন নদীতে ফিরতে শুরু করেছে।  মৎস্য বিভাগ বলছে, দেশে ইলিশের উৎপাদন বাড়লেও নদীতে সরবরাহ কম থাকায় দাম স্বাভাবিকভাবেই বেশি। জেলেরা মনে করছেন, নদী দূষণ ও দখল নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের চলাচল বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। বড় ইলিশ বিক্রি করতে পেরে খুশি জেলে সোহেল মোল্লা। তাঁর ভাষায়, “এত বড় ইলিশ জীবনে এক-দু’বারই ওঠে। ভালো দাম পেয়েছি, ভাগ্য ভালো বলতেই হয়।”