ইসলামী আন্দোলনে যোগ দিলেন খেলাফত ইসলামীর মহাসচিব ফজলুর রহমান

নিজেস্ব প্রতিবেদক | ২১:১২, নভেম্বর ০৪ ২০২৫ মিনিট

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও খেলাফত ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চরমোনাই পীর ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের হাতে সদস্য ফরম পূরণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, আজ (মঙ্গলবার) আসর নামাজের পর তিনি আমাদের দলের ফরম পূরণ করেন। এর আগে তিনি কখনো আমাদের দলে ছিলেন না। আপাতত তিনি সদস্য হিসেবে থাকবেন। পরবর্তীতে তাকে পদায়ন করা হবে।