নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলায় মোঃ নাঈম হাওলাদার (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠান।
এরআগে সোমবার (৩ নভেম্বর) বাকেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মকিমাবাদ সিংহ বাজারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ মামলার বাকি আসামীরা পলাতক রয়েছে।
মোঃ নাঈম হাওলাদার উপজেলার চরাদী ইউনিয়নের হলতা গ্রামের মোঃ মোবারক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়- পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাঈম হাওলাদারকে গ্রেফতার করে। তিনি একটি চাঁদাবাজি মামলার আসামী।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, চাঁদাবাজি মামলার আসামী নাঈমকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।