নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তাদের দুজনের রিপোর্ট পজিটিভ আসে।
এনিয়ে বরিশালে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্ত চারজনের মধ্যে নগরীর সাগরদী এলাকায় একজন সিএন্ডবি রোড এলাকায় একজন, আলেকান্দা এলাকায় একজন ও কালীবাড়ি রোড এলাকায়।
গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, নগরী ও সদর উপজেলায় ৮৩ জন, উজিরপুরে ৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪ জন, বানারীপাড়া, হিজলা ও আগৈলঝারায় ৩ জন করে, গৌরনদী ও মুলাদী উপজেলার ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৫ জন ব্যক্তির অবস্থানস্থল লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত করতেন ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।