বরিশালে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫৪, অক্টোবর ২৬ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষককে কলেজের অভ্যন্তরীন কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম বলেন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় সিনিয়র প্রভাষক গোলাম হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, কলেজের একজন শিক্ষার্থী কেন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন- এটিকে প্রাধান্য দিয়ে ওই শিক্ষককে কলেজের অভ্যন্তরীণ কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানিয়েছে, সম্প্রতি প্রভাষক বাদল বিশ্বাস হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বারবার অশোভন বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করেন। ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আপত্তিকর প্রস্তাব দেন ওই শিক্ষক। আরও জানান, তিনি সামাজিক লোকলজ্জার কারণে বিষয়টি প্রথমে প্রকাশ করেননি। বাধ্য হয়ে গত ৪ অক্টোবর কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম ও গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন বরাবর লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তের নামে কলেজ কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত শিক্ষক বাদল বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।