শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্ম নেওয়া এ প্রজ্ঞাবান নেতা সবার কাছে ‘হক সাহেব’ নামেই পরিচিত ছিলেন।
শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধাসম্পন্ন। ইংরেজি, গণিত ও আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন।
এই মহান নেতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে। বরিশালের চাখারে শেরেবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে থাকবে বিশেষ আয়োজন।
উপমহাদেশের অসাধারণ এই রাজনীতিবিদ ও খ্যাতিমান আইনজীবী ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর কর্মময় জীবন আজও অনুপ্রেরণা হয়ে আছে বাঙালি জাতির কাছে।