বরিশালে ৬ মাসের মধ্যে এসএসসি পরীক্ষার্থীর দুই বিয়ে, এলাকাজুড়ে তোলপাড়
নিজেস্ব প্রতিবেদক|২১:১২, অক্টোবর ২২ ২০২৫ মিনিট
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় নাবালিকা এসএসসি পরীক্ষার্থীর ৬ মাসের মধ্যে দুই বিয়ে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে তাকে অপহরণ মামলায় গ্রেফতার হয়েছে এক যুবক। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের গুঠিয়া মহেশ্বর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীকে অপহরণের অভিযোগে সবুজ মুন্সি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত ছাত্রী এসএসসির পরীক্ষার্থী ও শংকরপুর গ্রামের রাজ্জাক হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সাথে তার খালাতো ভাই স্বপ্নীলের (২৫) ৬ মাস পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। আবার বিয়ের পূর্বে তেরোদ্রন গ্রামের আয়নাল হোসেনের ছেলে সবুজ মুন্সির সাথেও প্রেমের সম্পর্ক ছিলো। তার অমতে বিয়ে দেওয়ায় গত ১২ দিন পূর্বে তারা লাপাত্তা হয় এবং গোপনে তারা বিয়ে করে। এরপর এ ঘটনাকে পুঁজি করে ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। সে মামলায় ২১ অক্টোবর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে। ২২ অক্টোবর সকালে উজিরপুর মডেল থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
এদিকে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর ৬ মাসের মধ্যে কিভাবে দুইজনের সাথে বাল্য বিয়ে হয় এমন প্রশ্ন জনমনে?
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অপহরণ মামলায় তাদের দুজনকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি সিদ্ধান্ত আদালতের।