একদিনে সর্বোচ্চ ৩৪০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

দেশ জনপদ ডেস্ক | ২২:৫০, মে ২১ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ।। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে পুলিশ বাহিনীর ৩ হাজার ২৩৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাহিনীটির ১১ জন সদস্য। বৃহস্পতিবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের সবশেষ আপডেট অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। এর আগে গত ১৬ মে সর্বোচ্চ ২৩১ জনের ও ১১ মে ২০৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৩৫ জন পুলিশ সদস্যের দেহে কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একদিনেই শনাক্ত হয় ৩৪০ জন। মোট শনাক্তের মধ্যে ১ হাজার ২৭৭ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে ১১ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৬৯ জন। সারা দেশে আক্রান্ত সদস্যদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় পুলিশ সদস্যদের আক্রান্তের হার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তেজগাঁওয়ে ইমপালস হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে।