বাবুগঞ্জে দুই জেলেকে অর্থদণ্ডঃ বিপুল পরিমাণ জাল জব্দ
নিজেস্ব প্রতিবেদক|১৭:১৭, অক্টোবর ১৯ ২০২৫ মিনিট
বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সময় নদী থেকে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে তা ভস্মীভূত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে শনিবার (১৮ অক্টোবর) উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ শিকারে লিপ্ত থাকায় অবস্থায় রাজগুরু গ্রামের জেলে মুরাদ হাওলাদার ও কামরুল শেখকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অসাধু মৎস্যজীবী মুরাদ হাওলাদারকে ১০ হাজার টাকা এবং কামরুল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ। অর্থদণ্ডাদেশ প্রাপ্ত উভয় জেলের বাড়ি রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের নয়াচর এলাকায়।
শনিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ইলিশ সংরক্ষণ অভিযানে নদী থেকে জব্দকৃত প্রায় ৩০ হাজার মিটার জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে ওই অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন, বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার সিনিয়র এসআই অরবিন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন বলেন, '৪ অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ সংরক্ষণ অভিযানে ১৮ অক্টোবর পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার ৩ নদী থেকে মোট ২ লক্ষ ১৭ হাজার মিটার জাল উদ্ধার এবং ৮১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একইসাথে আটক অসাধু ৫ জন মৎস্যজীবীর মধ্যে ২ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও ৪টি নৌকা আটক করে তা স্পট নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।'