আ.লীগের একমাত্র কাজই ছিল দেশের অর্থ লুটপাট করা : মেজর হাফিজ

নিজেস্ব প্রতিবেদক | ২৩:১৮, অক্টোবর ১৭ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের এমপি ও মন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, ‘প্রবাসীদের কষ্ট করে পাঠানো টাকাও বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একমাত্র কাজই ছিল দেশের অর্থ লুটপাট করা এবং বিদেশে পাচার করা। আওয়ামী লীগের এসব অপকর্মের প্রতিবাদ কেউ যেন করতে না পারে সেজন্য তারা দেশের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে। হত্যা, গুম, খুন ও লুণ্ঠনের মাধ্যমে এ দেশের মেরুদ- ভেঙে দিয়েছে তারা। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার মাঠে বিভিন্ন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে কয়েকটি রাজনৈতিক দল যাদের কোনো সমর্থন নেই তারা আতঙ্কিত হয়ে পড়েছে। এরপর থেকে নির্বাচনকে বানচাল করার জন্য নানা ধরনের উদ্ভট দাবি শুরু করেছে তারা।’ জমিয়াতুল মোদারেছীনের লালমোহন উপজেলা সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।