অর্ধ যুগেও শেষ হয়নি বামনা মডেল মসজিদের নির্মাণ কাজ
নিজেস্ব প্রতিবেদক|২১:১৪, অক্টোবর ১৬ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরগুনার বামনা উপজেলায় দুই দফা ঠিকাদার পরিবর্তনের পরও মডেল মসজিদের নির্মাণ কাজের ধীরগতি স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। দ্রুত নির্মাণকাজ সম্পন্নের দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা গোলচত্বর এলাকায় বামনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ মানববন্ধনে অংশ নেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়েত ইসলামি এর সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো : সাইফুল্লাহ মানসুর, যুব জামায়াতের সভাপতি আসাদুল হক সোহাগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ্ব সোবাহান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহেল খান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা।
পরে প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ইসলামি ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ মার্চ এএসআই জেবি ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদের নির্মাণ কাজ শুরু করে। কাজের মান নিয়ে অসন্তোষ দেখা দিলে ২০২৪ সালের ২৪ জানুয়ারি এমকেটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নতুন করে ১৩ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকায় কাজের দায়িত্ব দেওয়া হয়।
তবে প্রতিষ্ঠানের মালিক রিপন ওরফে রাঙ্গা রিপন রাজনৈতিক মামলায় কারাবন্দি এবং অপর মালিকের মৃত্যু হওয়ায় কাজ আবারও স্থবির হয়ে পড়ে। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন বলেন, অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হয়েছে, তবে দ্রুতই কাজ সম্পন্ন হবে। এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। অগ্রগতি সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে।