৫ মাসের শিশুকে অপহরণ, বিক্রি করা হয় ১ লাখ ২০ হাজারে

দেশ জনপদ ডেস্ক | ২০:৫২, অক্টোবর ১৫ ২০২৫ মিনিট

চট্টগ্রামের বাঁশখালী থেকে ৫ মাস বয়সী শিশুকে অপহরণের পর বিক্রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শিশুটিকে চন্দনাইশ থেকে উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুর বাড়ি বাঁশখালী উপজেলায়। গ্রেপ্তার রোবাইদা সুলতানা তানজু চন্দনাইশ উপজেলার ৪নং ওয়ার্ডের মুরদাবাদ এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। অপহরণকারী প্রতিবেশী গুড়া মিয়ার ছেলে মো. রিদুয়ান পলাতক রয়েছেন। মামলার এজাহার ও চন্দনাইশ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) দুপুরে আসামি রিদুয়ান ওই শিশুকে বাবার কাছ থেকে কোলে করে বেড়াতে নেওয়ার ছলে নিয়ে পালিয়ে যায়। মোবাইলে কল দিলে রিসিভ না করে বন্ধ করে দেন। পরে শিশুটির বাবা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান জানা গেলে চন্দনাইশ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এসময় শিশুটির ক্রেতা তানজুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার তানজু শিশুটিকে এক লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেন বলে স্বীকার করেন। উদ্ধার শিশুকে পরিবারের কাছে ও তানজুকে বাঁশখালী থানায় হস্তান্তর করেন বলে জানান।