ঝালকাঠি আওয়ামী লীগ নেত্রী কেকার বরিশালে রহস্যজনক মৃত্যু
এ.এ.এম হৃদয়|২৩:০৪, অক্টোবর ১৩ ২০২৫ মিনিট
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আলোচিত্র নেত্রী শারমিন মৌসুমী কেকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বরিশাল শহরের সদর রোডসংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থানকালে সোমবার রাতে তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর স্নেহভাজন কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২০ সালে স্থানীয়ভাবে একটি বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কার হন।
ঝালকাঠির একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে শারমিন মৌসুমী কেকা একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন। এবং গ্রেপ্তার আতঙ্কে তিনি ঝালকাঠি ছেড়ে বরিশালের সদর রোডে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।