ঝালকাঠিতে একই রাতে তিন বাড়িতে চুরি, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
নিজেস্ব প্রতিবেদক|১৮:৩২, অক্টোবর ০৭ ২০২৫ মিনিট
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকায় সোমবার (৬ অক্টোবর) ভোররাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে আলামিন (৩০) নামে এক চোরকে ধরে উত্তেজিত জনতার হাতে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
আটক আলামিন পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের আনোয়ার শেখের ছেলে। স্থানীয় মজিবর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। ৩-৪ জন চোর পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে একজনকে ধানক্ষেতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে রাস্তায় তুলে তাকে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত গৃহস্বামী মোজাম্মেল হোসেন তালুকদার জানান, রাত আড়াইটার দিকে চোরেরা ঘরে স্প্রে করে তাদের অচেতন করে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও মোবাইলসহ ৬ লাখ টাকার বেশি মালামাল চুরি করেছে। অন্য বাড়িতে চুরি করার সময় একজন চোর ধরা পড়ে।
রাজাপুর থানার এএসআই কালাম জানান, ভোরে খবর পেয়ে মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় একজন চোরকে উদ্ধার করে থানায় আনা হয় এবং ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপকে প্রশংসা করেছেন।