বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই মহানগরী ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে।
মন্দিরে-মন্দিরে চলে দেবীর পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে বিজয়াদশমীর আনুষ্ঠানিকতা। ভক্তরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
তবে, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কিছু মণ্ডপে ভক্তদের দুর্ভোগ পোহাতে হয়েছে। মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পূজার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবুও ভক্তদের উচ্ছ্বাস ও আনন্দে কোনো ঘাটতি দেখা যায়নি।
বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। এবার দেবীর আগমন হয়েছে গজে (হাতি) – যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। আর দেবীর গমন ঘটবে দোলায় (ডোলায়), যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তা বহন করে।
এ বছর বরিশাল মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপ এবং পুরো জেলায় মোট ৬৪০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে পূজার সকল কার্যক্রম চলছে।