পিরোজপুরে কিস্তি পরিশোধ না করায় চা দোকানির জমি লিখে নিলেন শিক্ষক, তদন্ত শুরু
নিজেস্ব প্রতিবেদক|২৩:০৫, অক্টোবর ০১ ২০২৫ মিনিট
পিরোজপুরের নেছারাবাদে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক চা দোকানির জমি লিখে নেওয়ার অভিযোগে আলোচিত সমবায় সমিতির পরিচালক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উপজেলা সমবায় অফিস। বিষয়টি বুধবার (১ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি।
জানা গেছে, আলকিরহাট বহুমুখী সমবায় সমিতি লি:-এর পরিচালক মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি সমবায় সমিতির আড়ালে চড়া সুদের ব্যবসা চালিয়ে আসছেন।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে মিজানুর রহমানকে এক চিঠির মাধ্যমে তদন্ত কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। চিঠিতে আগামী ৫ অক্টোবর সকাল ১১টায় সমিতির নিবন্ধিত কার্যালয়ে ভুক্তভোগী চা দোকানি চান মিয়া ও সমিতির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে লিখিত বক্তব্য এবং দালিলিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি বলেন, ‘যারা সমবায় সমিতির লাইসেন্স নিয়ে ব্যাংকের মতো ব্যবসা চালাচ্ছে এবং অবৈধভাবে ডিপিএস সংগ্রহ করছে, তারা সমবায় সমিতির আইন লঙ্ঘন করছে। ইতোমধ্যেই এ ধরনের অনেক সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার সমিতির বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে “কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দোকানির জমি লিখে নিলেন শিক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা সমবায় অফিসের নজরে আসে এবং পরবর্তীতে তদন্ত কার্যক্রম শুরু হয়।