বরিশালের বেলস পার্কের লেকের চারপাশে দেয়াল নির্মাণ বন্ধের দাবি

এ.এ.এম হৃদয় | ২২:০১, সেপ্টেম্বর ৩০ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বরিশালের প্রাণ বেলস পার্কসংলগ্ন লেক। শহরের একমাত্র উন্মুক্ত এ জলাশয় ঘিরে দেয়াল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠক সুজন আহমেদের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব অ্যাড. আবুল কালাম শাহিন, নজরুল ইসলাম খান রাজন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খশরু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. হিরন কুমার দাস মিঠু, সিপিবি বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উন্মেষ রায়, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের মারুফ আহমেদ, ছাত্র ফেডারেশনের রাইদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফারজানা আক্তার, ডিবেট সংগঠক তাসমিয়া জান্নাত মেঘা প্রমুখ। বক্তারা বলেন, অসামাজিক কার্যকলাপ বা মাদক সেবনের অজুহাতে লেকের চারপাশে দেয়াল নির্মাণ করা হচ্ছে। অথচ এ ধরনের সমস্যা সমাধানে নিরাপত্তা বাড়ানো, সিসিটিভি ক্যামেরা ও লাইটপোস্ট বসানোই কার্যকর উপায় হতে পারত। দেয়াল দিয়ে লেক ঘিরে ফেলা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসক জনমত উপেক্ষা করে স্বেচ্ছাচারী আচরণ করছেন। এমনকি প্রতিবাদ জানানোর কারণে সংগঠক ডা. মনীষা চক্রবর্তীর বাবার চেম্বারের সরকারি লিজ বাতিলের হুমকিও দিয়েছেন তিনি। বক্তারা অবিলম্বে দেয়াল নির্মাণ বন্ধ করে লেককে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।