বরিশালে আওয়ামী লীগ সদস্য আটক

এ.এ.এম হৃদয় | ১৭:০২, সেপ্টেম্বর ৩০ ২০২৫ মিনিট

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হককে সোমবার রাতে আটক করেছে বিএমপি’র কোতয়ালী পুলিশ । দৈনন্দিন কাজ সেরে বাসায় ফেরার পথে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ । কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে । সোমবার রাতে আটকের পরে মঙ্গলবার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখাকালে তাকে আদালতে হাজির করা হয়নি । বিকেলের মধ্যেই নুরুল হককে আদালতে পাঠান হবে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।