বরিশাল জজকোর্টের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রীকে পেটানোর অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক|২০:৪৮, সেপ্টেম্বর ২৯ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জজকোর্টের কর্মচারী মনিরের বিরুদ্ধে স্ত্রীকে পেটানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই রোজিনা আক্তার। এসআই রোজিনা বলেন, মনির তার স্ত্রীকে বেদম প্রহার করেছে। আমরা হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর খোঁজ-খবর নিয়েছি। মারধরের কারণে ওই গৃহবধূর এক চোখ রক্তে জমাটবদ্ধ ছিলো। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে ওই গৃহবধূর।
এদিকে মনিরের স্ত্রী সালমা আক্তার অভিযোগ করে বলেন, ৮ বছর আগে বন্দর থানাধীন পতাং গ্রামের বাসিন্দা মনিরের সঙ্গে আমার বিয়ে হয়। বর্তমানে মনির আগৈলঝাড়া কোর্টে কর্মরত। সাংসারিক জীবনে আমাদের ২টি সন্তান রয়েছে। বিয়ের পর যৌতুক ও বিভিন্ন অযুহাতে মনির আমাকে নির্যাতন করতো। আমি এসবের প্রতিবাদও করতাম। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো শ্বাশুড়ি রিজিয়া ও স্বামী মনির নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। আমাকে খাবার দিতো না। প্রায়শই অভুক্ত রাখা হতো। এমনকি পরিধেয় কাপড় পুরান হয়ে ছিড়ে গেলেও নতুন কাপড় নিতে নিষেধ ছিলো। কিছু হাঁস-মুরগি পালন করে তা বিক্রি করে আমি আমার পরিধেয় কাপড় কিনতাম। এতো কিছু সহ্য করে সংসারের হাল ছাড়িনি। কিন্তু সম্প্রতি মনির পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে।
আর এতে বাধা দিলে গত শুক্রবার দুপুরে আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। তলপেটে ও কোমড়ে লাথি মারে। এমনকি আমার চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে বাড়ির উঠানে ফেলে বুকের ওপর পারাতে থাকে। আর শ্বাশুড়ি রিজিয়া ঘটনাস্থলে দাড়িয়ে থেকে এসব কাজে সহায়তা করে।
এদিকে নির্যাতনের বিষয় নিয়ে কথা হলে জজকোর্টের পিয়ন মনির হোসেন মোল্লা বলেন, আমার স্ত্রীকে মারধর করেছি সত্য। সময় হলে আমার স্ত্রীকে আবার বাড়িতে ফিরিয়ে নিবো।