ড. শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন শিক্ষক ও সুজন নেতা সেলিম রেজা

কামরুন নাহার | ২১:৪৪, সেপ্টেম্বর ২৫ ২০২৫ মিনিট

ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিশিষ্ট প্রধান শিক্ষক, সংগঠক, সমাজসেবক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেতা সেলিম রেজা। শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় তাকে ওই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঢাকার জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের একটি কনভেনশন সেন্টারে তাকে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বহুমুখী প্রতিভার অধিকারী সেলিম রেজা বাবুগঞ্জের সৈয়দ মোশারফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চাঁদপাশা ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির আজীবন সদস্য ও বাবুগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেলিম রেজা বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জনের পরে ১৯৮৭ সালে ঢাকার পূর্ব জুরাইন এলাকার ডলফিন প্রি-ক্যাডেট হাইস্কুলে তার শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রামে সৈয়দ মোশারফ রাশিদা একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেন। এছাড়াও তিনি চাঁদপাশা ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। শিক্ষকতার পাশাপাশি সমাজ উন্নয়ন, মানবসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন সেলিম রেজা। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন সুজন-এর আজীবন সদস্য ও বাবুগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পরিচালিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (PFG) বাবুগঞ্জ উপজেলা কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে বর্তমানে কাজ করছেন। ছাত্রজীবনে তিনি জাতীয় তরুণ সংঘের বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন।