ভোলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর বাসায় চুরি, প্রধান আসামি গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২৩:০৪, সেপ্টেম্বর ২৩ ২০২৫ মিনিট

ভোলার লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে আকিমজান (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর তার বাসায় চুরির মামলার প্রধান আসামি মো. শরীফকে (৩০) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলার সদর থানার ভাদড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি। গ্রেপ্তার শরিফ লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিন্টু মিয়ার ছেলে। লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত বলেন, ‘গত ১ সেপ্টেম্বর রাতে লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তোফাজ্জাল ইসলামের স্ত্রী আকিমজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার বাসায় চুরি করে একটি চক্র। এ সময় নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট ৬ লাখ ৯৭ হাজার টাকার মালামাল লুট করে নেয় চক্রটি। ওই ঘটনায় নিহতের ছেলে মো. জাহাঙ্গীর বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। তিনি আরো বলেন, ‘ওই ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি শরীফকে মঙ্গলবার র‌্যাব-০৮ এর ভোলা ক্যাম্প ও র‌্যাব-০৬ এর সাতক্ষীরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।’