শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ

দেশ জনপদ ডেস্ক | ২২:০৫, সেপ্টেম্বর ২৩ ২০২৫ মিনিট

শান্ত বরিশালকে অশান্ত করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। গত কয়েক দিনে দলটির বিভিন্ন কর্মকাণ্ডে নগরীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে নগরবাসী। একের পর এক ঘটনায় আবারও আলোচনায় এসেছে বিতর্কিত নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনায় অন্যতম হলো- গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক এম. মোফাজ্জল হোসেনকে কুপিয়ে হত্যার হুমকি দেন আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক শুভব্রত দত্ত। তিনি হাতে থাকা চাইনিজ কুড়াল উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আবার বিকেলে প্রেসক্লাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি দেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মোফাজ্জল হোসেন। সাংবাদিক মহল বিষয়টি নিন্দা ও ক্ষোভের সঙ্গে গ্রহণ করেছে। আরেক ঘটনা গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর ফিশারি রোড এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন— শাহিন শেখ (৪০), সজীব হাওলাদার (৩৭), শাহাদাত হোসেন অপু তালুকদার এবং মো. জাকির হোসেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের সহযোগী হিসেবে পরিচিত সুমি শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ। জানা যায়, নগরীর বাসিন্দা মোস্তাফিজুর রহমান মুকুল (৪৩) গত ১২ সেপ্টেম্বর বরিশাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি জানান, নারী নির্যাতন বিষয়ক একটি সংবাদ প্রকাশের পর থেকেই সুমি শরীফ, তার স্বামী মনির শরীফ ও ছেলে মেহেদী শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আক্রমণ করছেন। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, এমনকি হত্যার হুমকিও দিয়েছেন। এ ঘটনায় মুকুল ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে এই ধারাবাহিক ঘটনায় নগরীতে আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে। নগরবাসীর অভিযোগ, আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ডের কারণে ফের অশান্ত হয়ে উঠছে বরিশাল। পরিস্থিতি মোকাবেলায় নগরীতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া মঙ্গলবার বরিশালে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের আরো ৬ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে বিকেলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নগরীর কাশিপুর এলাকায় বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বরিশালে নৈরাজ্য করার চেষ্টা করতেছে, আমরা জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছি, আগামীতে মুজিববাদ কিভাবে মাথাচাড়া দিয়ে ওঠে সেটা ধংস করার জন্য আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ।