বানারীপাড়া বন্দর বাজারে শাড়ি-কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫৯, সেপ্টেম্বর ১৯ ২০২৫ মিনিট

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের পুরাতন কাপড় ব্যাবসায়ী অরুন দেবনাথের জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় দেবনাথের দোকান খাজা বাবা বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌণে ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা গেছে- আগুন লাগার দিন দোকান মালিক সঞ্জয় দেবনাথ পুজার মাল কেনার উদ্দেশ্য বুধবার সন্ধ্যা ৭ টার সময় বানারীপাড়া থেকে ঢাকার পথে যাত্রা শুরু করেন। দুর্গাপূজা উপলক্ষে মালমাল ক্রয়ের জন্য উক্ত বাজারের আরও ৩ জন ব্যাবসায়ী (সুমন পোদ্দার, শ্রীকৃষ্ণ দেবনাথ, যুগল দেবনাথ) এর সাথে সঞ্জয় দেবনাথ সহ ৪ জন ঢাকা গিয়েছিলেন। ধারনা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার কারনে কাপড়, থ্রি পিচ, ল্যাহেঙ্গা, বেডসীট, লুঙ্গি, শার্ট পিচ, প্যান্ট পিচ সহ দোকানের ৩ ভাগের ২ ভাগ মাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় জনতা দ্রুত তালা ভেঙে দোকানে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে পার্শ্ববর্তী নিউ রাজধানী বেকারির স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ তার দোকানে থাকা অগ্নিনির্বাপক গ্যাস থেকে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দোকানের পাশে থাকা বানারীপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে বালতিতে করে পানি এনে বাজারের সকল পর্যায়ের মানুষ আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস(দমকল বাহিনী) এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সঞ্জয় দেবনাথের দোকানে আগুন লাগার আনুমানিক এক থেকে দেড় ঘন্টা পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান এবং বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। দোকান মালিক সঞ্জয় দেবনাথ বলেন- আগুন লাগার খবর যখন আমি পাই তখন আমি ঢাকার লঞ্চে ছিলাম, বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্য লঞ্চ ছাড়ার ৩০ মিনিট পরে আমাকে আগুন লাগার খবর জানানো হয়। সঞ্জয় দেবনাথ আরও বলেন আগুন লাগায় তার দোকান থেকে বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং দোকান রক্ষার্থে ফায়ার সার্ভিসের পানি দেওয়ায় অবশিষ্ট মাল ভিজে নষ্ট হয়ে বিক্রির অযোগ্য হয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩৫ লক্ষ টাকার মালামালরে ক্ষতি হয় বলে সঞ্জয় দেবনাথ জানিয়েছেন।