বরিশালে রাতের আঁধারে পালানোর সময় জনরোষে সেই বন কর্মকর্তা, বাঁচালো পুলিশ

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৪, সেপ্টেম্বর ১৮ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ১৭ বিয়ে করার অভিযোগে সাময়িক বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী রাতের আঁধারে বন বিভাগের রেস্ট হাউজ থেকে সরকারি মালামাল নিয়ে যাওয়ার চেষ্টাকালে বন বিভাগের অপর কর্মকর্তারা তাকে আটকে ফেলেন। পরবর্তীতে পুলিশ মালামালসহ ওই দুজনকে থানায় নিয়ে যায়। গতকাল বুধবার বন বিভাগের রেস্ট হাউজে এ ঘটনা ঘটে। সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে রংপুরে সংযুক্ত করা হয়েছে। এর আগে একই অভিযোগে দুবার বরখাস্ত হলেও বিগত সরকারের আমলে প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাদের ‘নেকনজরের’ কারণে আবার চাকরি ফিরে পান বন কর্মকর্তা কবির হোসেন। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, বরখাস্তকৃত বন কর্মকর্তা কবির হোসেন বন বিভাগের রেস্ট হাউজ থেকে তার ব্যবহৃত আসবাবপত্র এবং তার সঙ্গে সরকারি আসবাবপত্র ট্রাকে তুলতে যান। এ সময় সেখানে উপস্থিত অপর বন কর্মকর্তা তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় এবং তার প্রতি ক্ষুব্ধ জনগণের রোষানলে পড়েন তিনি। তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে উপস্থিত হয়ে মালামালভর্তি ট্রাকসহ ওই দুই বন কর্মকর্তাকে বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়। পরে সরকারি মালামাল ট্রাকে আছে কি না, তা নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন বন কর্মকর্তার সঙ্গে আলাপ শেষে বন কর্মকর্তা কবির হোসেনকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি। এর আগে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ১৭ বিয়ে করার অভিযোগে বন কর্মকর্তা কবির হোসেনকে ১৪ সেপ্টেম্বর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্বভার দেওয়া হয়েছে পটুয়াখালী জেলা বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি মেইল পেয়েছি।’