বরিশালের বানারীপাড়ায় আফিফা নামের দেড় বছর বয়সী ফুটফুটে এক শিশুর খালের পানিতে পড়ে সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আফিফা বানারীপাড়া বন্দর বাজারের ঢাকাইযা মুদি দোকানের কর্মচারি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া মোঃ অহিদের মেয়ে।
জানা গেছে, আফিফা তার মায়ের সঙ্গে উপজেলার খেজুরবাড়ি আবাসনে খালার বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে আবাসন সংলগ্ন খালের পাড়ে বাঁধানো ঘাটলায় খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে খেলার ছলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে খাল থেকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে আদরের বুকের ধন শিশু কন্যা আফিফাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিন ( বৃহস্পতিবার) বাদ আসর খেজুরবাড়ি আবাসন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে সেখানে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।