বরিশালে নির্যাতনে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ, শাশুড়ি-ননদ-দেবর পলাতক
নিজেস্ব প্রতিবেদক|২০:১৯, সেপ্টেম্বর ১৭ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে নির্যাতনে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর শাশুড়ি, ননদ, ও দুই দেবর পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধুর মৃত্যু হয়। এর আগে একইদিন বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের ডাক্তার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আখিনূর উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের আলমগীর ব্যাপারীর মেয়ে। ডাক্তার বাজার এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহাগ দেওয়ানের স্ত্রী।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধুর বাবা আলমগীর ব্যাপারী জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে সোহাগের মা মোবাইল ফোনে তাকে জানান আখিনূর অসুস্থ। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয়। আখিনূরের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় আলমগীরের ধারণা, আখিনূরের শাশুড়ি নিলুফা বেগম, ননদ নাছিমা বেগম, দেবর সোহেল দেওয়ান ও সোলায়মান দেওয়ানের নির্যাতনে আখিনূরের মৃত্যু হয়েছে।
আলমগীর ব্যাপারীর দাবি, তার মেয়েকে নির্যাতনের পর মুখে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে আখিনূরের মুখ থেকে গ্যাস ট্যাবলেট বের করেছেন চিকিৎসকেরা। এ ঘটনায় মুলাদী থানায় মামলা করা হবে বলে জানান নিহতের পিতা আলমগীর।
তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে আখিনূরের ননদ নাছিমা বেগম বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে আখিনূর অসুস্থ ছিলো। মাঝে মধ্যে বমি করছিলো। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সে গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মুলাদী থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।