রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে চালের বস্তা হতে এক মণ গাঁজাসহ চার ‘মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে এ তথ্য জানান র্যাব-৪ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন।
আটক ‘মাদক ব্যবসায়ী’রা হলেন—শিল্পী বেগম (২৮), শ্রাবণ ওরফে শাওন (২০), হৃদয় মিয়া (২৫) ও আল-আমিন (১৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তাবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আসছে। পরে পিকআপের মাধ্যমে বিশেষ কায়দায় চালের বস্তায় লুকিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ডিলারদের সরবরাহ করে।
তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।