ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক | ১৯:৫৭, সেপ্টেম্বর ১৬ ২০২৫ মিনিট

ঝালকাঠির সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে জাকির হোসেন ঢালী নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রামের বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৫০ বছর বয়সী জাকির হোসেন দুই সন্তানের জনক এবং স্বল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি বাস ডিপো অফিসে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাসায় যাওয়ার কথা বলেন জাকির হোসেন। তবে তিনি সেখানে যাননি। রাত পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় উদ্বেগ দেখা দেয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রামের বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। জাকির হোসেনের ভাই মিজান ঢালী জানান, বড় ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে বনিবনা ছিল না। এ ঘটনায় তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।