সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলাম পটুয়াখালী থেকে গ্রেপ্তার
নিজেস্ব প্রতিবেদক|২১:৪৩, সেপ্টেম্বর ০৯ ২০২৫ মিনিট
সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এবং এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে আটক করে ঢাকায় আনা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিসোর্টটি তার মালিকানাধীন।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি কর্মকর্তারা আরও জানান, লতিফ সিদ্দিকী ও আবু আলম শহীদ খানসহ কয়েকজনের সঙ্গে গোপন আঁতাতের তথ্য পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।