নিজস্ব প্রতিবেদক।। বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩ জনে। আক্রান্তদের মধ্যে ১২ জন হলেন পুলিশ সদস্য। তারা সবাই বরিশাল পুলিশে কর্মরত আছেন এবং সবাই পুরুষ বয়স (৪৪, ৩৪, ২৫, ৪৩, ২৯, ৩০, ২৮, ৩৮, ৪৮, ৪৭, ৪৪, ৫৫)। অন্য দুইজন বরিশাল মহানগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৫২ ও ১৫), বাকি একজন বরিশাল মহানগরীর চকবাজার এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৩) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আজ ১৯ মে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই পনেরো ব্যক্তির অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৮ জন নারী এবং ৭৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৮ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৭৬ জন, ৫০ থেকে তার উর্ধে ১৯ জন। এদিকে বরিশাল মহানগরীতে করোনায় আক্রান্ত ৬১ জন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো সদর উপজেলা ২জন (রায়পাশা কড়াপুর এবং চরমোনাই), বাবুগঞ্জে ১২জন, মেহেন্দীগঞ্জে ৫জন, উজিরপুরে ৭জন, হিজলায় ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়ায় ৩জন, বাকেরগঞ্জে ৩জন, মুলাদীতে ২জন এবং আগৈলঝাড়ায় ২জন। এদিকে এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ০১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।