বরিশালে আমীর খসরুর সভায় আ’ লীগের মনোনয়ন প্রার্থী
নিজেস্ব প্রতিবেদক|১৭:০৪, আগস্ট ৩০ ২০২৫ মিনিট
এস এন পলাশ, বরিশাল।। বিএনপি সমর্থিত বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মিজানুর রহমান মিজান ওরফে ফরচুন মিজানের উপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে নগরী জুড়ে। শুক্রবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে ব্যবসায়ী ফোরামের সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী। ওই সভায় ফরচুন সাবেক আওয়ামীলীগ নেতা মিজানের উপস্থিতি বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একটি সূত্র থেকে জানা যায়, মিজানুর রহমান মিজান ওরফে ফরচুন মিজান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক ত্রাণ-সমাজ কল্যান সংগঠনের সদস্য ও বরিশাল মহানগর সৈনিক লীগের সভাপতি ছিলেন। ছাত্র জীবন থেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন মিজানুর রহমান মিজান। স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতাসীন আমলে বরিশাল জেলার বাবুগঞ্জ-মুলাদী আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রার্থী ছিলেন মিজান। গত আওয়ামী লীগ শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন মিজান। বিসিক শিল্প নগরীর সভাপতি ছিলেন মিজান। গত ৫ আগস্টের পর মিজানুর রহমান মিজান কিছুদিন আত্মগোপনে ছিলেন। এরপর মিজানের দেখা মেলে শুক্রবার ব্যবসায়ী ফোরামের সভায়।
জুলাই অভ্যুত্থানে বরিশালে দায়ের হওয়া দু'টি মামলার এজাহারভুক্ত আসামী মিজান। আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী ব্যবসায়ী মিজান বিএনপির ব্যবসায়ী ফোরাম আয়োজিত সভায় উপস্থিতি এখন টক-অব দ্যা টাউনে পরিনত হয়েছে। শুধু উপস্থিতি নয়, বরিশাল ব্যবসায়ী ফোরামের আহবায়ক ও মিজান বলে জানা গেছে। তবে বিষয়টি জানাজানি হলে পরিস্থিতি সামাল দিতে ব্যবসয়াী ফোরাম আয়োজিত সভার চিঠি বিতরনে সদস্য সচিব শেখ রহিমের নাম দেখা যায়। তবে ব্যবসায়ী ফোরামের সভার নেতৃত্বদানকারী স্থানে দেখা যায় মিজানকে। বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন নেটিজনরা। যদিও বিষয়টি অস্বীকার করে ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শেখ আব্দুর রহিম বলেন, আমাদের কমিটির আহবায়ক গোলাম নবী আলমগীর।
তিনি আরও বলেন, ফরচুন মিজানকে আমরা কোনো দাওয়াত দেইনি বা কোনো পদেও নেই। তিনি দাওয়াত ছাড়াই সভায় উপস্থিত হন। মিজানের উপস্থিতি দেখে তাকে চলে যেতে বললে তিনি সভাস্থল থেকে চলে যায়।
একাধিক সূত্র থেকে জানা যায়, মিজানকে বিএনপির তকমা লাগাতে জোর প্রচেষ্টা চালায় বিএনপি চেয়ার পার্সনের একজন উপদেষ্টা। এনিয়ে ঢাকায় আমির খসরু মাহামুদু চৌধুরীর সাথে একাধিক বৈঠক হয়েছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ফরচুন মিজানের বরিশাল বিসিক অফিসে একাধিক বৈঠক করেন বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এসব বিষয়ে জানতে মিজানুর রহমান মিজানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।